Logo
বিজ্ঞপ্তি ::
দৈনিক চ্যানেল নিউজে আপনাদেরকে স্বাগতম::দৈনিক চ্যানেল নিউজে দেশব্যাপী সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা যোগযোগ করুন::যোগাযোগ::সম্পাদক, দৈনিক চ্যানেল নিউজ::১০৭ খান ম্যানশন (৯ম তলা),  মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ইমেইল: newsroom.channelnews@gmail.com

খোয়াই নদীর বাঁধে ভাঙন

কাজী জহির উদ্দিন তিতাস / ১৬৭ ১ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ১৯ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার, দৈনিক চ্যানেল নিউজ :: হবিগঞ্জে খোয়াই নদীতে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বুধবার (১৯ জুন) দুপুরে শহরতলীর জালালাবাদে নদীর বাঁধে হঠাৎ ভাঙন দেখা দেয়। ফলে প্রবল বেগে নদীর পানি জালালাবাদসহ আশপাশের এলাকায় প্রবেশ করছে। এ দিকে সকাল থেকেই খোয়াই, কুশিয়ারা, কালনী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, বেলা ১টার দিকে খোয়াই নদীর বাল্লা পয়েন্টে পানি কমতে শুরু করেছে। খুব দ্রুতই পানি নিচে নেমে যাবে।

তিনি আরও বলেন, আসলে শহরের গরুর বাজারের পরের অংশটিকে আমরা বলি ফসল রক্ষা বাঁধ। যদি বর্ষা মৌসুমে এসব বাঁধ না ভাঙে তবে শহর রক্ষা বাঁধের দুর্বল অংশ ভেঙে পানি শহরে প্রবেশ করতে পারে। তাই শহরকে রক্ষার স্বার্থেই আসলে এসব অংশের ভাঙন দিনে পানি ছাড়তে হয়। তা ছাড়া এখন আসলে হাওরে পানি প্রয়োজনও। নদীর পানিতো ভাটিতে হাওরে প্রবেশ করবে এটিই স্বাভাবিক। এসব ভাঙন আবার ফসল রক্ষার জন্য বর্ষার পর সংস্কার করা হবে। এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যে জানা গেছে, দুদিনের টানা বর্ষন এবং উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বুধবার সকাল থেকে খোয়াই নদীর পানি বিপৎসীমার উপরে চলে যায়। দুপুর ১২টায় নদীর চুনারুঘট উপজেলার বাল্লা সীমান্তে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১০৫ সে.মি., এবং শহরের মাছুলিয়া পয়েন্টে ৯৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়। কুশিয়ারা নদীর পানি বানিয়াচং উপজেলার মার্কুলী পয়েন্টে ২৫ সে.মি. এবং কালনী নদীর পানি আজমিরীগঞ্জ পয়েন্টে ৩৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বেলা ১টার পর থেকে খোয়াই নদীর পানি বাল্লা সীমান্ত পয়েন্টে কমতে শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Theme Created By ThemesDealer.Com
English
English