Logo
বিজ্ঞপ্তি ::
দৈনিক চ্যানেল নিউজে আপনাদেরকে স্বাগতম::দৈনিক চ্যানেল নিউজে দেশব্যাপী সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা যোগযোগ করুন::যোগাযোগ::সম্পাদক, দৈনিক চ্যানেল নিউজ::১০৭ খান ম্যানশন (৯ম তলা),  মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ইমেইল: newsroom.channelnews@gmail.com

ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৭ হাজার কোটি টাকা

/ ২৭৪ ১ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার, দৈনিক চ্যানেল নিউজ : ছরের শেষ সপ্তাহে ইতিবাচক ছিল শেয়ারবাজার। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৭ হাজার কোটি টাকা। তবে আলোচ্য সময়ে বাজার একদিন বন্ধ থাকায় লেনদেন কমেছে।

বরাবরের মতো লেনদেনে এগিয়ে ছিল দুর্বল কোম্পানি। যে ১০টি কোম্পানির শেয়ারের সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তার মধ্যে পাঁচটিই বি ক্যাটাগরির এবং দুটি কোম্পানি নামসর্বস্ব।

গত সপ্তাহে চারদিনে ডিএসইতে ২ হাজার ১১৬ কোটি টাকা লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে ৫০৪ কোটি টাকা। এর আগের সপ্তাহে পাঁচদিনে ২ হাজার ৯২৭ কোটি টাকা লেনদেন হয়েছিল।

প্রতিদিন গড়ে ৫৮৫ কোটি টাকা হয়েছিল। সে হিসাবে গত সপ্তাহে লেনদেন কমেছে ৯১১ টাকা। শতকরা হিসাবে যা ৩১ দশমিক ১৩ শতাংশ।

আলোচ্য সময়ে ডিএসই ব্রড সূচক ২ দশমিক ৭৯ পয়েন্ট কমে ৬ হাজার ২৪৬ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ সূচক দশমিক ৭৫ পয়েন্ট কমে ২ হাজার ৯৩ পয়েন্টে নেমে এসেছে।

ডিএসই শরিয়াহ সূচক ২ দশমিক ৭৯ পয়েন্ট কমে ৬ হাজার ২৪৬ পয়েন্টে নেমে এসেছে।

গত সপ্তাহে ৪০৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৬টি কোম্পানির শেয়ারের, কমেছে ৮৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২১১টি কোম্পানির শেয়ারের দাম। শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৩ হাজার কোটি টাকা। সপ্তাহ শেষে তা বেড়ে ৭ লাখ ৮০ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Theme Created By ThemesDealer.Com
English
English