টঙ্গী প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে নৌকা ও ট্রাক প্রতীক সমর্থনকারীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন।
রোববার (৩১ ডিসেম্বর) বিকেল সাড় ৪টার দিকে টঙ্গীর মাজার বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে উভয় পক্ষে এখনো উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, রোববার বিকেলে মাজার বস্তি এলাকার সান্দারপাড়ায় স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিনের (ট্রাক) প্রচারণার সময় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জাহিদ আহসান রাসেলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ৮ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন- মো. ফারুক (৩৮), লাল চাঁন মিয়া (৩২), শ্যামল মিয়া (২৩), পলাশ (১৮), সাহিদা বেগম (৬২), মোসা. শবনব (৩৭), টিয়া মিয়া (২০) ও নূপুর (২৭)।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : কাজী জহির উদ্দিন তিতাস
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১০৭ খান ম্যানশন (৯ম তলা), মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। Email : newsroom.channelnews@gmail.com, মোবাইলঃ ০১৭১৩৫৩৮৪৬৯, ০১৭১০৯২৮৫৯৪