নেত্রকোণায় বৃষ্টি আর উজানের ঢলে প্রধান ৪টি নদ-নদীর পানি বেড়েই চলেছে। উব্ধাখালি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এতে করে বন্যার শঙ্কা দেখা দেওয়ায় তা মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।
এদিকে মঙ্গলবার জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, জেলার প্রধান নদী উব্ধাখালি ছাড়াও কংশ, সোমেশ্বরী ও ধনু নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উবাধাখালি নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে ২৭ সেন্টিমটার ওপর দিয়ে বইছে।
কংশ নদের পানিও জারিয়া পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি মাত্র ২০ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। এ ছাড়া জেলার হাওরাঞ্চলের মাঝ দিয়ে বয়ে যাওয়া ধনু নদের পানি খালিয়াজুরী পয়েন্ট পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬৬ সেন্টিমিটার নিচ দিয়ে ও পাহাড়ি নদী সোমেম্বরীর পানি বেড়ে দুর্গাপুর পয়েন্টে বিপৎসীমার ৯৪ সেন্টিমিটার এবং বিজযপুর পয়েন্টে ৪ দশমিক ৪ মিটার নিচ দিয়ে বইছে।
এদিকে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, বন্যা হওয়ার আশঙ্কায় তা মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ওপর মহলে জানানো হয়েছে। কলমাকান্দা উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। শুকনো খাবার ও নগদ টাকা প্রস্তুত রাখা হয়েছে। প্রশাসন সতর্ক রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : কাজী জহির উদ্দিন তিতাস
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১০৭ খান ম্যানশন (৯ম তলা), মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। Email : newsroom.channelnews@gmail.com, মোবাইলঃ ০১৭১৩৫৩৮৪৬৯, ০১৭১০৯২৮৫৯৪