দৈনিক চ্যানেল নিউজ, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নাসিরনগর উপজেলায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে আজ।
শনিবার সারা দেশের ন্যায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় জাতীয় পুষ্ঠি সেবা বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রোমা আক্তার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুল হক ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামরুল হুদা, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া, নাসিরনগর প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী ।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ, নার্স, সাংবাদিক ও সূধীজন। ক্যাম্পেইন উদ্বোধন শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান রোমা আক্তার ও বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া, উপজেলা স্বাস্থ্যওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় কে সাথে নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন এবং রোগীদের খোজ খবর নেন।
প্রকাশক ও সম্পাদক : কাজী জহির উদ্দিন তিতাস
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১০৭ খান ম্যানশন (৯ম তলা), মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। Email : newsroom.channelnews@gmail.com, মোবাইলঃ ০১৭১৩৫৩৮৪৬৯, ০১৭১০৯২৮৫৯৪