স্টাফ রিপোর্টার, দৈনিক চ্যানেল নিউজ : অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কানাডা বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (সিবিএএ) কার্যনির্বাহী কমিটি।
বৃহস্পতিবার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সিবিএএ সভাপতি খোরশেদ এ খাস্তগীরের নেতৃত্বে কমিটির সহসভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শায়ান সিরাজ, ইসির সদস্য তৌফিক জামান ও মাহিরা খান উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলটি কানাডার সাবেক শিক্ষার্থী (ম্যাকগিল বিশ্ববিদ্যালয়) অর্থসচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদারের সঙ্গেও সাক্ষাৎ করেন।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনায় তারা স্টার্টআপের জন্য একটি ইনকিউবেটর তহবিল, শিক্ষার্থীদের জন্য বৃত্তি, দক্ষতা উন্নয়ন উদ্যোগ ও অন্যান্য নেটওয়ার্কিং ইভেন্টের কথা তুলে ধরেন এবং অর্থ মন্ত্রণালয়ের সহায়তা চান।
অর্থ মন্ত্রণালয়ের নেতৃত্ব সিবিএএ'র লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে সহযোগিতা ও সমর্থন করার আগ্রহ প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক : কাজী জহির উদ্দিন তিতাস
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১০৭ খান ম্যানশন (৯ম তলা), মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। Email : newsroom.channelnews@gmail.com, মোবাইলঃ ০১৭১৩৫৩৮৪৬৯, ০১৭১০৯২৮৫৯৪